তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের কমিটি

শিক্ষা মন্ত্রণালয় ও তিতুমীর কলেজ
শিক্ষা মন্ত্রণালয় ও তিতুমীর কলেজ   © লোগো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) অধ্যাপক এম আমিনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যাচাইয়ে বিষয়ে কাজ চলমান রয়েছে। শিগগিরই কমিটির বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হবে। 

এর আগে গত ১৯ নভেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।

সম্ভাব্যতা যাচাই করতে কমিটি করা হবে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, আগামী রবিবাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে এ কমিটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরমধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। 

অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।


সর্বশেষ সংবাদ