মন্ত্রণালয়ে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার তিতুমীরের শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ PM
মন্ত্রণালয়ের বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বৈঠকে অংশ নেয়া শিক্ষার্থী মতিউর রহমান এই তথ্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাত কর্মদিবসের মধ্যে যাচাই কমিটি গঠনের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে সন্তুষ্ট হওয়ায় আন্দোলন স্থগিত করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।