সিট বণ্টন ইস্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে উত্তাল হলের শিক্ষার্থীরা। তারা হলের প্রাধ্যক্ষ নাসির হোসাইনের পদত্যাগের দাবিতে বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করেন এবং প্রাধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রাধ্যক্ষ তার ব্যক্তিগত পছন্দের শিক্ষার্থীদের সিট দেওয়ার জন্য এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং নিজ বিভাগের শিক্ষার্থীদের বেশি সুবিধা দিচ্ছেন। এই অবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা হলের মূল ফটকে বিক্ষোভ মিছিল শেষে প্রাধ্যক্ষের কক্ষে তালা লাগান।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সম্প্রতি কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন যা ছাত্রদের ক্ষুব্ধ করেছে। ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক রুমে ৮ জন করে থাকা এবং এক বেডে দুইজন করে থাকার নির্দেশ দিয়েছেন প্রাধ্যক্ষ। এছাড়া যারা নতুন করে আবাসিকতা নিয়েছেন, তাদের জন্য জরিমানার সিদ্ধান্তও নিয়েছেন, যা কোনো আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই জানানো হয়েছে।

গত ৪ নভেম্বর কুবির প্রভোস্ট কমিটি আবাসিক হলগুলোর সিট বরাদ্দ বিষয়ে ১৬টি নীতিমালা ও ৯টি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে জরিমানার উল্লেখ ছিল না, কিন্তু হলের প্রাধ্যক্ষ স্বেচ্ছাচারিতার মাধ্যমে জরিমানার সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নাজমুল হোসেন হৃদয় নামে একজন শিক্ষার্থী জানান, আমরা প্রাধ্যক্ষের পদত্যাগ চাই, কারণ তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন এবং আমাদের উপর অযৌক্তিক নিয়ম চাপিয়ে দিচ্ছেন। একই অভিযোগ করেন আরেক শিক্ষার্থী রাজু মিয়াজি, যিনি উল্লেখ করেন যে রুমে আটজন করে থাকার নির্দেশ সম্পূর্ণ অযৌক্তিক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অভিযোগের বিষয়ে প্রাধ্যক্ষ মোহাম্মদ নাসির হোসাইন জানান, তিনি প্রভোস্টদের মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের আগেভাগেই অবহিত করেছেন। তিনি স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন এবং জানান, বিভিন্ন কমিটিতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে।

জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, হলের সেবার মান বজায় রাখতে যারা নতুন করে আবাসিকতা নিচ্ছেন, তাদের অবস্থানকালের ভিত্তিতে ৫০০ ও ১০০০ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, যদি মনে হয় শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারছি না, তবে নিজেই পদত্যাগ করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence