‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাবি সাংবাদিক সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ’

ডুজার নব নির্বাচিত কমিটির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময় 
ডুজার নব নির্বাচিত কমিটির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নব নির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ছাত্র জনতার অভ্যুত্থানকে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোটা আন্দোলনের শুরু থেকেই সাংবাদিক সমিতি আমাদের সহযোগিতা করে গিয়েছে। তাদের সহযোগিতার ফসলই কিন্তু আজকের এই সফলতা। আশা করি নতুন বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি সেই যাত্রায় গণমাধ্যমকর্মীদের সাথে পাবো।’

আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘সদা সত্য সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এই প্রতিষ্ঠানটি বিগত দিনে যেভাবে শিক্ষার্থীদের হয়ে কথা বলেছে আগামীদিনেও একইভাবে শিক্ষার্থীদের পাশে থাকবে।’

শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক সানজানা আফিফা অদিতি, খালিদ হাসান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, হৃদি, রেজওয়ান আহমেদ রিফাত সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ