নতুন ট্রেজারার পেল তিন বিশ্ববিদ্যালয়

  © টিডিসি ফটো

আরও তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল ক্যামিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. টি এম জাফরুল আযম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা বিজ্ঞানের ডিন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

তাদের নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—এই নিয়োগসমূহ চার বছরের জন্য কার্যকর হবে, যা তাদের যোগদানের তারিখ থেকে গণনা করা হবে। তারা অবসর-পরবর্তী বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা উপভোগ করবেন। দায়িত্ব পালনের সময় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই নিয়োগসমূহ দেওয়া হয়েছে, তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় তা বাতিল করার ক্ষমতা রাখেন।


সর্বশেষ সংবাদ