মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর

মাভাবিপ্রবি
মাভাবিপ্রবি  © লোগো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে।

সোমবার (৭ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ অক্টোবর শুরু হবে। পাশাপাশি সেশনজট নিরসনে ১২ সপ্তাহে প্রথম সেমিস্টার অনুষ্ঠিত হবে । প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

আরও পড়ুন : বিশ্বসেরা গবেষকের তালিকায় মাভাবিপ্রবির ১৭৫ জন, সেরা তিনে যারা

এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষ বাদে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাস ১৯ অক্টোবর শুরু হবে। সেশনজট নিরসনে ১৪ সপ্তাহের সেমিস্টার ১২ সপ্তাহে শেষ হবে , ফেব্রুয়ারির ১ম সপ্তাহে সেমিস্টার পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,বিভিন্ন অনুষদের  ডিন ও চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত একাডেমিক মিটিংয়ে নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ করা হয়।

আরও পড়ুন : মাভাবিপ্রবিতে পর্দা করায় হেনস্তা, ছাত্রীর অভিযোগ 

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত আগামী ৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে।


সর্বশেষ সংবাদ