ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের ২০০ সিভি শিক্ষা মন্ত্রণালয়ে

সরকারি লোগো এবং জীবনবৃত্তান্তের ছবি
সরকারি লোগো এবং জীবনবৃত্তান্তের ছবি  © ফাইল ছবি

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নবগঠিত সরকার দায়িত্বভার গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের অচল হয়ে পড়ে। এ কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠান সচল করতে প্রথমে প্রতিষ্ঠানের প্রধান তথা উপাচার্য নিয়োগের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। 

ইতোমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ হয়েছে। তবে এখনো ৯টি বিশ্ববিদ্যালয়ে ভিসি, ২৬ জন প্রো-ভিসি এবং ২১টি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ হয়নি। এ পদগুলোতে নিয়োগ পেতে শিক্ষা মন্ত্রণালয়ে ২০০ এর অধিক সিভি বা জীবনবৃত্তান্ত জমা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে শিগগিরই নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে সরকার।

অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। অল্প কয়েকটি বাকি রয়েছে। বাকি থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবেড. শেখ আব্দুর রশীদ, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জীবনবৃত্তান্ত বাছাই শুরু হয়েছে। শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ নিজেই সিভি বাছাই করছেন। নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, গবেষণা, ছাত্র-শিক্ষকদের মধ্যে গ্রহণযোগ্যতা কেমন সে বিষয়গুলো যাচাই করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষে নামের তালিকা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। অল্প কয়েকটি বাকি রয়েছে। বাকি থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে।’

জানা গেছে, ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের মধ্যে সবচেয়ে বেশি তদবির হচ্ছে ভিসি পদের জন্য। ৯টি বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে অর্ধশতাধিক সিভি জমা পড়েছে। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য সর্বাধিক সিভি জমা পড়েছে। এ সিভিগুলো আজ রবিবারের মধ্যে বাছাই করার কথা রয়েছে।

৪০টি বিশ্ববিদ্যালয় অনেক কষ্টে ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি সিভি দেখে দেখেই উপাচার্য পদায়ন করেছি। এটা কত যে কঠিন কাজ সেটা বলার অবকাশ নেই। আরও ১০-১২টি বিশ্ববিদ্যালয়ে বাকি রয়েছে উপাচার্য নিয়োগ বাকি রয়েছে অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ. শিক্ষা উপদেষ্টা’

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উপাচার্য নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ৯টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের বিষয়টি আজ (রবিবার) চূড়ান্ত হতে পারে। শিক্ষা উপদেষ্টা এবং  সিনিয়র সচিব এ বিষয়ে কাজ করছেন। চলতি সপ্তাহে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হতে পারে।’

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল শনিবার বলেন, ‘৪০টি বিশ্ববিদ্যালয় অনেক কষ্টে ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি সিভি দেখে দেখেই উপাচার্য পদায়ন করেছি। এটা কত যে কঠিন কাজ সেটা বলার অবকাশ নেই। আরও ১০-১২টি বিশ্ববিদ্যালয়ে বাকি রয়েছে উপাচার্য নিয়োগ বাকি রয়েছে। ’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, দেশে শিক্ষা কার্যক্রম চালু থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫। এর মধ্যে গত ৫ আগস্টের পর থেকে একে একে ৪২ জন ভিসি পদত্যাগ করেছেন। তবে ১০ বিশ্ববিদ্যালয়ের ভিসি এখনো পদত্যাগ করেননি। তিনটি বিশ্ববিদ্যালয় বিশেষভাবে পরিচালিত হয়। তবে উপাচার্যের পদ শূন্য থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরকার এখন পর্যন্ত ৩৩ জন উপাচার্য নিয়োগ দিয়েছে। ৯ বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের কার্যক্রম শুরু করেছে সরকার।

পদত্যাগ না করা ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সরকার পতনের পর ৪২ জন উপাচার্য পদত্যাগ করলেও ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনো পদত্যাগ করেননি। তাঁরা হলেন : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেটের উপাচার্য ডা. এ এইচ এম এনায়েত হোসেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নাছিম আখতার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপাচার্য জেড এম পারভেজ সাজ্জাদ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল বাসেত, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় খুলনার উপাচার্য ডা. মোহাম্মাদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের উপাচার্য কাজী সাইফুদ্দীন এবং মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুরের উপাচার্য মো. রবিউল আলম।

কার্যক্রম শুরু হয়নি ৬ বিশ্ববিদ্যালয়ের
দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে আরো ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়েছে। কিন্তু সেগুলোতে এখনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি। এসব বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমও শুরু হয়নি। সেগুলো হচ্ছে : বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ।


সর্বশেষ সংবাদ