রেমালের প্রভাবে ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ বাড়ল

গুচ্ছ ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদনের শেষ সুযোগ ছিল আজ মঙ্গলবার। তবে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় বাড়ানো হয়েছে এক দিন।

মঙ্গলবার (২৮ মে) সময় বাড়ানোর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, দেশের অনেক জায়গা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন থাকায় অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে আমি অর্ডারও দিয়ে দিয়েছি।

এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপরই শুরু হবে ক্লাস। গত ২৭ এপ্রিল এ ইউনিট (বিজ্ঞান), ৩ মে বি ইউনিট (মানবিক) এবং ১০ মে সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ