আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন না হলে অনলাইন ক্লাসে যাবে তিতুমীর কলেজ
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ PM
সারাদেশে চলমান তাপপ্রবাহের পরিস্থিতি অপরিবর্তিত বা অবনতি ঘটলে কলেজের শ্রেণি কার্যক্রম স্থগিত করা হলে অনলাইনে ক্লাস নেবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ। বুধবার (২৪ এপ্রিল) অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার এই পরিস্থিতি অপরিবর্তিত বা অবনতি ঘটলে ২৮ এপ্রিল থেকে স্ব স্ব বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারাদেশের প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশ মোতাবেক অনলাইন ক্লাস কার্যক্রমকে চলমান রাখার জন্য বিভাগীয় প্রধানগণকে অনুরোধ করা হয়।
এর আগে, চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ২৭ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।
এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আলাদা বিজ্ঞপ্তি দিয়ে তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।