ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিক সাব্বিরের ওপর হামলা

কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন
কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দেওয়া হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে কলেজের মূল ফটকে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।  

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদের সঞ্চালনায় ও সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে সমিটির সাবেক ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন।

এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় সাংবাদিক সাব্বিরের অপরাধ, তাই ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা ১৫ থেকে ২০ জন অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এ ঘটনায় উচিত ছিল কলেজ প্রশাসনের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা করা কিন্তু তারা নীরব ভূমিকা পালন করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কলেজ প্রশাসনকে বলব দ্রুত পদক্ষেপ নিন, জড়িতদের ছাত্রত্ব বাতিল করুন। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন যাতে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে পারে।

“ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরা ছাত্রলীগ নয় এরা ছাত্রলীগের নামধারী, ছাত্রলীগের নাম ব্যবহার করে ক্যাম্পাসে অনিরাপদ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। একজনকে বহিষ্কার করে আই ওয়াশ করা যাবে না। তাহলে কিন্তু সাংবাদিক সমাজ বসে থাকবে না, সাব্বির একজন পেশাদার সাংবাদিক৷  অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা দাবি আদায়ে বাধ্য করব।”

ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমাদের অবাক লাগে একজন সংবাদকর্মীকে এভাবে হামলা করে গ্রেপ্তার এড়ানো যায়। আমরা স্পষ্ট ভাবে জানতে চাই যারা এই হামলা চালিয়েছেন তারা এতো সাহস কোথায় পায়। প্রশাসন তাদের আস্কারা দেওয়ায় তারা দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। স্বার্থে আঘাত লাগলেই তারা সাংবাদিকদের উপর হামলা চালায়।

“আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, যেই সন্ত্রাসীরা এই হামলা করেছে তাদের গ্রেপ্তা কিরে দৃশ্যমান শাস্তির আওতায় আনতে হবে। গোপনে করলে সাংবাদিক সমাজ সেটা মেনে নিবে না। সেই সাথে তিতুমীর কলেজ প্রশাসনের কাছে বলতে চাই, এই হামলায় জড়িতদের তিতুমীর কলেজ থেকে ছাত্রত্ব বাতিল করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এমন হামলার সাহস না পায়।”

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক খুরসিদ আলম, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ রেজা, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শ্বপ্না চক্রবর্তী, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানবিন রূপল, বিডিনিউজের সিনিয়র রিপোর্টার ওবায়দুল রহমান মাসুম, ক্যাব নেতা জেমসন মাহমুদ, জিটিভির সিনিয়র প্রডিউসার তুষার জামিল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence