হৃদরোগে আক্রান্ত হয়ে জবির সাবেক ছাত্রের মৃত্যু

সামিউল খান সামি
সামিউল খান সামি  © সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক এক ছাত্র মারা গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় নিজ কর্মস্থল ময়মনসিংহে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সামিউল খান সামি নামের ওই শিক্ষার্থী মারা যান।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সামির শিক্ষক কামরুল ইসলাম জুয়েল বলেন, সামি বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ এর সাথে যুক্ত ছিল। ভালো ফটোগ্রাফি করতো। মনে পড়ে কত স্মৃতি! ২০১৫ সালে যখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং আমি শিক্ষক হিসেবে যোগদান করি, তখন থেকেই সদাহাস্যোজ্জ্বল বিনয়ী ছাত্র হিসেবে পরিচিত। প্রথমবর্ষে তাদেরকে বাংলা পড়াতাম। বছর তিনেক আগে তারা মাস্টার্স শেষ করে গেল। আমরা গভীরভাবে শোকাহত।

সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আজকে বিকেলে শুনেছি সামি আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রূহের মাগফেরাত কামনা করি।

জানা গেছে, সামিউল খান সামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন সামি। তবে তার কোন সন্তান ছিল না। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। দীর্ঘদিন ধরে উচ্চ রক্ত চাপে ভুগছিলেন সামি।


সর্বশেষ সংবাদ