সিকৃবিতে দুই দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) 'সেট আউট- ৫' শীর্ষক পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে। সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটি (এসএইউপিএস) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাছাইকৃত বিভিন্ন আলোকচিত্র প্রদর্শিত হয়।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের নিচতলায় প্রদর্শনীটির উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো: জামাল উদ্দিন ভুঁঞা। এসময় প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে কেক কাটা হয়। এই আলোকচিত্র প্রদর্শনীতে সিকৃবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়বস্তুর উপর মোট ৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হয়।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্‌বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা বলেন, "স্থির চিত্র ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেয় ও অনেক সময় আলোকচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা উঠে আসে, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এমন প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরবে।"

ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা জানান, জমাকৃত ৩০০টিরও বেশি আলোকচিত্রের মাঝে বাছাইকৃত আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। এছাড়া প্রদর্শনীতে 'স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন' নামক কর্নার যেটি প্রদর্শনীতে এক অনন্য মাত্রা যোগ করেছে। সেখানে প্যালেস্টাইন নাগরিকদের উপর ইসরায়েলি হামলার বিভিন্ন বর্বর ঘটনার চিত্র ফুটে উঠেছে।

প্রতিযোগিতাটির আয়োজকদের মধ্যে সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. রাজিবুল ইসলাম বলেন, "ছবি হাজারো গল্প বলতে পারে। আমরা ছবি তোলার মাধ্যমে বিভিন্ন গল্প, স্মৃতি, বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা বিলুপ্ত হয়ে যাওয়া অনেক সংস্কৃতি আলোকচিত্রের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিচ্ছি।"

sau01

আলোকচিত্র প্রদর্শনীতে অতিথিরা

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, সিকৃবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সিকৃবি সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তরুণ আলোকচিত্র শিল্পীদের উৎসাহ দেয়ার  লক্ষ্যে সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটি প্রতিবছর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আলোকচিত্র শিল্পী শুভ্র পাল। ২৬শে জানুয়ারি বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হবে প্রদর্শনীটি।


সর্বশেষ সংবাদ