জবি উপাচার্যের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক প্রকাশ

রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশনে রাখা জবি উপাচার্যের মরদেহ দেখতে যান শিক্ষামন্ত্রী
রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশনে রাখা জবি উপাচার্যের মরদেহ দেখতে যান শিক্ষামন্ত্রী   © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শনিবার (১১ নভেম্বর) বেলা ১০টা ৩০ মিনিটের দিকে রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশনে রাখা উপাচার্যের মরদেহ দেখতে যান তিনি। 

এ সময় শিক্ষামন্ত্রী উপাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক আর নেই

শনিবার (১১ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জবি উপাচার্য। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে অধ্যাপক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। পরে গত ১২ সেপ্টেম্বর ক্যান্সারের উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ অক্টোবর দেশে ফেরেন তিনি।

২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডীন ড. ইমদাদুল হক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য।


সর্বশেষ সংবাদ