০৮ নভেম্বর ২০২৩, ১৩:০৭

অবরোধে ফেনী কলেজে ছাত্রদলের তালা

ফেনী কলেজের ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল  © সংগৃহীত

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ফেনী সরকারি কলেজের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদল। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কলেজ প্রশাসন ও ছাত্রলীগ।

সকালে দেখা যায়, ফেনী সরকারি কলেজের ভেতরের ফটক ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার লাগিয়েছে ছাত্রদল। গেইটে ‌‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল হালিম মানিকসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল হালিম মানিক বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। কিন্তু ক্ষমতাসীন দলের কারণে অবরোধের মধ্যে শিক্ষার্থীরা কষ্ট করছে। সেজন্যই ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবিব বলেন, কোথায় তালা দিয়েছে আমি জানি না। এটি সত্য না।

এ প্রসঙ্গে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেইন বলেন, সকাল থেকে কলেজের সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। কলেজ খোলার পরে এ ধরনের কিছু নজরে পড়েনি। এছাড়া কলেজ ফটকো কারো তালা দেওয়ার সুযোগ নেই।