অবরোধে চলছে পরীক্ষা, কেন্দ্রে আসতে ভোগান্তি ৭ কলেজ শিক্ষার্থীদের

ঢাকা কলেজের মূল ফটকের সামনে পরীক্ষার্থীদের ভিড়
ঢাকা কলেজের মূল ফটকের সামনে পরীক্ষার্থীদের ভিড়  © টিডিসি ফটো

বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধের মধ্যেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা। গণপরিবহন কম থাকায় দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক পরীক্ষার্থীকেই জীবনের ঝুঁকি নিয়ে ঝটিকা মিছিল ও অবরোধের কর্মসূচীর মধ্যেই পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা এমনটিই জানান। তারা বলেন, অবরোধের প্রথম দিনে স্নাতক তৃতীয় বর্ষ (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দেড়টা থেকে। তবে অনেকেই ঝামেলা এড়াতে সকালে রওনা দিয়ে কেন্দ্রে এসেছেন। সড়কে গণপরিবহনের চলাচল তুলনামূলক কম হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট সাতটি কেন্দ্রে আজকের এই চূড়ান্ত পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে  ঢাকা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজের বিএ, বিএসএস, বিএসসি এর শিক্ষার্থীরা, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজের বিবিএ এর শিক্ষার্থীরা, কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা,  সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবং সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

উল্লেখ্য এর আগে গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াত ইসলামের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত  সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান রেখেছিল। সেসময়, অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)  প্রথম বর্ষের এবং স্নাতকোত্তর শ্রেণীর ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ