৪ বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ে, প্রক্রিয়াধীন ২৭টি
- আব্দুল কবীর ফারহান
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ PM
চলতি মাসের শেষের দিকে ৪টি বিষয় নিয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম (স্নাতক) শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব বিষয়ের সঙ্গে আগামী শিক্ষাবর্ষে আরও ২৭টি যুক্ত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেশুধুমাত্র অধিভুক্ত কলেজসমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এই প্রথমবারের মত মূল ক্যাম্পাসেই শিক্ষার্থী ভর্তি করানোর এই উদ্যোগ নিয়েছে শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
ইতোমধ্যে প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর ভর্তির ফল প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে। দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন।
তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পরবর্তীতে ১৪, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আরম্ভ করা হবে।
আরও পড়ুনঃ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি: অধ্যাপক জাফর ইকবাল
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১ম ব্যাচে অন-ক্যাম্পাসে ৪টি বিষয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরমধ্যে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এছাড়া অন্য তিন বিষয় আইন, বিবিএ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিজ্ঞান, ব্যাবসা ও মানবিক সব শাখার শিক্ষার্থীদেরই আবেদন গ্রহণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদন যাচাই বাছাই করে স্কোরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্ট প্রকাশের পর সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তিনি বলেন, শিগগিরই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।
পরবর্তী সেশন থেকে আরও নতুন বিষয় যুক্ত করার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, প্রথম ব্যাচে আমরা এবার ৪টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করাচ্ছি। তাদের শ্রেণি কার্যক্রিম পরিচালনার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। পরবর্তী সেশন থেকে আমরা আরও অন্যান্য বিষয়ে অন ক্যাম্পাস অনার্স কার্যক্রম চালু করবো।
আসন সীমিত রেখে সব বিষয়ে ভর্তি করানোর পরিকল্পনার কথা জানিয়ে উপাচার্য আরও বলেছেন, কলেজসমূহে কোন মডেলে পড়ানো হবে সেটি আমার নিজের থাকা উচিৎ।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন জানিয়েছেন, পরবর্তী সেশন থেকে আরও ২৭টি বিষয়ে অন ক্যাম্পাস স্নাতক চালু করা হবে। সবমিলিয়ে ২য় ব্যাচ থেকে মোট ৩১টি বিষয়ে স্নাতক কোর্সে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জানা যায়, ১৯৯২ সালে সারাদেশের কলেজসমূহ দেখভালের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই থেকে কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করে আসছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে ২ হাজার ২৫৭টি অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এই বিশ্ববিদ্যালয়। কলেজসমূহে পাঠদানের মানসম্মত মডেল তৈরির জন্য এই প্রথমবারের মত অন-ক্যাম্পাসেই শিক্ষা কার্যক্রম চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে উপাচার্য ড. মো. মশিউর রহমান বলেন, আমি মনে করি উচ্চশিক্ষা সবার জন্য নয়; এটি সীমিত সংখ্যক লোকের জন্য। এজন্য সীমিত আসন রেখে একটি মডেল তৈরি করার স্বার্থে আমরা সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনার্স চালু করব।
তিনি আরও বলেন, কলেজসমূহের ন্যায় একই কারিক্যুলামে মূল ক্যাম্পাসে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের সব লেকচারের ভিডিও রেকর্ড রাখা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে। এতে প্রান্তিক যেসব কলেজে ক্লাস কম হয় অথবা কলেজে যেসব ক্লাস বুঝতে শিক্ষার্থীদের অসুবিধা হয় তারা এইসব ক্লাস দেখে ভালোভাবে লেকচার বুঝে নিতে পারবে বলে মত তার।