বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান সৃষ্টি করা: কুবি উপাচার্য
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:৪৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৩, ০৯:৪৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো জ্ঞান সৃষ্টি করা।
রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পদার্থ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভাগটির দশম ও এগারো তম আবর্তনকে বিদায় প্রদান করা হয় ও ষোলো তম আবর্তনকে বরণ করে নেওয়া হয়।
উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয় তখনই উন্নতির শিখরে পৌছায় যখন শিক্ষক-শিক্ষার্থীরা বড় বড় জার্নালে গবেষণা প্রকাশ করতে সক্ষম হয়। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা যেমন গবেষণায় অবদান রেখেছে, একইভাবে শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়সহ আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখানে একবার ভর্তি হওয়ার পরই এই পরিচয় সারাজীবনের জন্য হয়ে যায়। নবীন যারা ক্যাম্পাসে এসেছে এবং যারা বিদায় গ্রহণ করবে তারা যেন ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মুহাম্মদ হেলাল, বিভাগটির সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. জুলহাস মিয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু তাহের ও বিভাগের অন্যান্য শিক্ষকরা।