অন-ক্যাম্পাসে অনার্স চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজের আদলে ভর্তি
- আব্দুল কবীর ফারহান
- প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৭:৩০ PM , আপডেট: ২৬ জুন ২০২৩, ০৮:৫৮ AM
শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হলেও নিজস্ব ক্যাম্পাসে চার বছর মেয়াদী স্নাতক কোর্সের কার্যক্রম পরিচালনা করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে অন-ক্যাম্পাসে কিছু পোস্ট প্রাজুয়েট ডিপ্লোমা চালু ছিল এতোদিন। এবার সারাদেশের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক কোর্স পরিচালনার পাশাপাশি গাজীপুরে বিশ্ববিদ্যালয়টি মূল ক্যাম্পাসে সরাসরি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
রবিবার (২৫ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। তিনি বলেন, আমরা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে চারটি বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি নেবো। বিবিএ, এলএলবি, ফুড এন্ড নিউট্রিশন এবং ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা ঈদের পর
চলতি সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়েই অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে নিশ্চিত করে উপাচার্য বলেন, ২০২১-২২ সেশন থেকেই এই চার বিভাগে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ভর্তি পদ্ধতির ন্যায় একই নিয়মে ফলাফলের ভিত্তিতে মেরিট অনুযায়ী ভর্তি করানো হবে বলেও জানিয়েছেন উপাচার্য।
প্রথম সেশনে চারটি বিভাগ নিয়ে চালু করা হলেও পরবর্তীতে আসন সীমিত রেখে সব বিষয়ে ভর্তি করানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেছেন, কলেজসমূহে কোন মডেলে পড়ানো হবে সেটি আমার নিজের থাকা উচিৎ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এক্সপার্ট এনে তাদের সহযোগিতায় এখন আমরা কারিক্যুলাম তৈরি করতে হয়। কিন্ত একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে পড়ানোর জন্য নিজস্ব একটি মডেল থাকা উচিৎ। নিজস্ব অনার্স থাকলে কলেজসমূহে সেটি বাস্তবায়ন কনা সহজ।
কলেজসমূহের ন্যায় একই কারিক্যুলামে মূল ক্যাম্পাসে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের সব লেকচারের ভিডিও রেকর্ড রাখা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে।
ড. মশিউর রহমান বলেন, আমি মনে করি উচ্চশিক্ষা সবার জন্য নয়; এটি সীমিত সংখ্যক লোকের জন্য। এজন্য সীমিত আসন রেখে একটি মডেল তৈরি করার স্বার্থে আমরা সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনার্স চালু করব। কলেজসমূহের ন্যায় একই কারিক্যুলামে মূল ক্যাম্পাসে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের সব লেকচারের ভিডিও রেকর্ড রাখা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে।
এতে প্রান্তিক যেসব কলেজে ক্লাস কম হয় অথবা কলেজে যেসব ক্লাস বুঝতে শিক্ষার্থীদের অসুবিধা হয় তারা এইসব ক্লাস দেখে ভালোভাবে লেকচার বুঝে নিতে পারবে বলে মত তার।
এছাড়া শিক্ষার্থীরা যখন আগে থেকেই একটি লেকচার সম্পর্কে জেনে কলেজগুলোতে ক্লাসে যাবে তখন ওই শিক্ষকরাও চ্যালেঞ্জের মুখে পড়ার ভয়ে একটি বিষয়ে ভালোভাবে জেনে ক্লাস নিতে যাবে। এতে করে শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। উপাচার্য জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার ছুটির পরপরই চারটি বিষয়ে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।