১৬ দিন ঈদুল আযহার ছুটি পাচ্ছেন জবির শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটির আগে ও পরে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট ১৬ দিন ছুটি পাবেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: গাছ লাগালেই অ্যাসাইনমেন্ট নম্বর পাবেন জবি শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন (রবিবার) থেকে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২৫ জুন ২০২৩ থেকে ৩ জুলাই (সোমবার) পর্যন্ত সকল ইনিস্টিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ