বাংলা ভাষাকে দূষণের অপচেষ্টা রুখতে হবে: আসিফ মুনীর

  © টিডিসি ফটো

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর বলেছেন, বিভিন্ন সময় বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের মধ্য দিয়ে দূষণের চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষাকে দূষণের এই অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলোচনা সভায় ভাষা আন্দোলনে সকলের অবদান স্মরণ করে তিনি বলেন, ফেব্রুয়ারি এলে আমরা যেমন ভাষা শহীদদের কথা স্মরণ করি, ঠিক তেমনি আমাদের ভাষা সৈনিকদের কথাও স্মরণ করা দরকার। ভাষার দাবি প্রতিষ্ঠায় ভাষা সৈনিকদের অবদানও কোন অংশে কম নয়।

আরো পড়ুন: জুতা পায়ে শিক্ষকদের প্রভাতফেরি, পবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, প্রযুক্তির সঙ্গে ভাষাকে মেলাতে হবে। ভাষাকে অর্থনীতির সঙ্গে মেলাতে হবে। ভাষাটি ভালোভাবে শিখে যদি অর্থনৈতিকভাবে এগোতে না পারে তাহলে কিন্তু ভাষাকে কাজে লাগানো যাবে না। বঙ্গবন্ধু ভাষাকে সর্বস্তরের প্রচার ও প্রসারের ব্যবস্থা করেছিলেন। আমাদের সেটিকে আরো এগিয়ে নিতে হবে। বাংলাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে।

এর আগে সোমবার রাত ১১ টায় চির উন্নত মম শিরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কলা ভবন সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। পরবর্তীতে বিভিন্ন বিভাগ, দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


সর্বশেষ সংবাদ