বিজয় দিবসে বর্ণিল সাজে সেজেছে কুবি
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ PM
আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। রাত পেরোলেই একান্ন বছরে পা দিবে বাংলাদেশ। বিজয়কে স্বাগত জানাতে সারা দেশজুড়ে চলছে নানা আয়োজন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেজেছে নতুন এক সাজে।
এদিক থেকে পিছিয়ে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও। বিজয় দিবসকে বরণ করে নিতে বর্নিল সাজে সেজেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ যেন লাল-নিল আলোর মিছিল বসেছে ক্যাম্পাসে। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, আবাসিক হলগুলো, বিশ্ববিদ্যালয় গেইট ও গেইট সংলগ্ন দেয়ালগুলো আলোকিত হয়ে উঠেছে এ আলোর ছটায়।
আরও পড়ুন: চুয়েটের বাসে মাদক নিতে গিয়ে হাতেনাতে ধরা, বহিষ্কার ৪ শিক্ষার্থী
এদিকে দিনটি উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টা ২০ মিনিটে বিজয় র্যালি। র্যালি শেষে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে। এরপর আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এদিনে প্রশাসনিক ভবন ও হলসমূহ থেকে বঙ্গবন্ধুর ভাষণ ও বিভিন্ন দেশাত্নবোধক গান প্রচারিত হবে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হবে সারাদিনের কর্মযজ্ঞ।