কুবি ভিসিকে বিএনপি-জামায়াতের এজেন্ট আখ্যা ছাত্রলীগের

কুবি ভিসি অধ্যাপক ড. এফ. এম. আবদুল মঈন ও শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ
কুবি ভিসি অধ্যাপক ড. এফ. এম. আবদুল মঈন ও শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভিসি অধ্যাপক ড. এফ. এম. আবদুল মঈনকে বিএনপি-জামায়াতের এজেন্ট বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বক্তৃতা সভায় তিনি এ কথা বলেন।

এসময় সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘‘সে লোক (উপাচার্য) কোন আওয়ামী লীগ হতে পারে না, সে লোক বিএনপি-জামায়াতের এজেন্ট।’’

উপাচার্য ছাত্রলীগকে ধ্বংসের পাঁয়তারা করছেন অভিযোগ করে ইলিয়াস বলেন, উপাচার্য প্রশাসনের লোকদের বলে বেড়াচ্ছেন; ছাত্রলীগ বলতে বিশ্ববিদ্যালয়ে কিছু থাকবে না। বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন এই উপাচার্য।

‘‘আজকের এই রাষ্ট্রীয় প্রোগ্রামে ছাত্রলীগকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে। উনার লালিত কয়েকজন শিক্ষকদের দিয়ে আবাসিক হলগুলোতে বলেছে ‘ছাত্রলীগ বলে কোন সংগঠন থাকবে না’। ছাত্রলীগকে ভেঙে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি।’’

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেয় প্রতিপন্ন করছেন বলে অভিযোগ ইলিয়াসের। তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপনি যেভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছেন, তারা চুপ থাকতে পারে। কিন্তু ছাত্রলীগ চুপ থাকবে না।’’

আরও পড়ুন: মেরিট না থাকলে চাকরি দেব না: ছাত্রলীগকে কুবি ভিসি

‘‘আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের থেকে যাদের পছন্দ হয় না তাদের উপর যেভাবে স্টিমরোলার চালিয়ে যাচ্ছেন, সেটা যদি ছাত্রলীগের উপর করার জন্য বসে আছেন বলে ভাবেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনার অডিও রেকর্ড আছে, আপনি শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কীভাবে মিথ্যাচার করেছেন। আপনি বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন।’’

এ সময় উপাচার্যকে অবৈধ বলে তিনি অভিযোগ করে বলেন, উপাচার্য বাংলোতে বসে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ।

এসব অভিযোগ নিয়ে উপাচার্য ড. এফ. এম. আবদুল মঈন কোনো মন্তব্য করতে রাজি হননি। ‘ছাত্রলীগ কেনো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে?’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’’

এর আগে, গত ২৯ নভেম্বর (মঙ্গলবার) মেরিট না থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও ছাত্রলীগকে চাকরি দেবেন না বলে সতর্ক করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ ইস্যুতে উপাচার্যের কার্যালয়ে কথা বলতে গেলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ভিসির ব্যাপক বাগ-বিতণ্ডা হয়।

বাগ-বিতণ্ডার বিষয়ে জানতে চাইলে উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোনোদিন অযোগ্য লোকদের চাকরি দেয়ার জন্য আবদার করবেন না। আমি মেধা ছাড়া অন্যকোনো কন্ডিশনে চাকরি দেব না। কারো হুমকি-ধমকি, শাসানিতে চাকরি দেব না। বিশ্ববিদ্যালয় চলবে নিয়মে, চলবে মেধাতে, সুষ্ঠু নিয়মে। ভালো শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ