দেশের কৃষি উন্নয়নে অসামান্য অবদান রাখছে বাকৃবি: উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান  © সংগৃহীত

দেশের কৃষি উন্নয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অসামান্য অবদান রাখছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি বলেছেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে বাকৃবি অসামান্য অবদান রাখছে। আমরা মাদক ও র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সবাই অঙ্গীকারবদ্ধ। ক্যাম্পাসে জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার কোনো স্থান হবে না।

রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিন সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাকৃবি উপাচার্য বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বাকৃবি শিক্ষার্থীদের অধিকতর অধিকার নিশ্চিত করছে। শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো প্রকাশ

শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল হায়দার রাসেল প্রমুখ।


সর্বশেষ সংবাদ