ববি শিক্ষার্থীর চিকিৎসায় এগিয়ে এলেন বরিশাল সিটি মেয়র
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৪:১৪ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ০৪:১৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থী তানিয়া আক্তারের চিকিৎসায় এগিয়ে এসেছেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তারের দুটি কিডনি অকার্যকর হয়ে পড়ায় তার চিকিৎসার জন্য মঙ্গলবার (১৫ নভেম্বর) তিনি এ সহায়তা প্রদান করেন।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের দরিদ্র কৃষক মোকছেদ আলী খানের ছয় মেয়ের মধ্যে সর্ব কনিষ্ঠ তানিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে বি.এস (সম্মান) উত্তীর্ণ হয়েছে। কিন্তু পিতা-মাতা এবং বোনদের আশা-ভরসার একমাত্র তানিয়া আক্তারের দুটি কিডনিই অকার্যকর হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে
এরআগে, তানিয়া তার অসহায়ত্বের কথা তুলে ধরে চিকিৎসার জন্য বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করে। এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তানিয়ার আবেদনে সাড়া দিয়ে, তাঁর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দেন।
উল্লেখ্য, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করা তানিয়ার পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, সহকারী অধ্যাপক মুহাম্মদ রিসালাত রফিক, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ড. আবদুল বাতেন চৌধুরী, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ গতকাল তানিয়ার পক্ষে চেক গ্রহণ করেন।