ফুটবল বিশ্বকাপের খেলা বড় পর্দায় দেখাবে তিতুমীর কলেজ

ফুটবল বিশ্বকাপের খেলা বড় পর্দায় দেখাবে তিতুমীর কলেজ
ফুটবল বিশ্বকাপের খেলা বড় পর্দায় দেখাবে তিতুমীর কলেজ  © টিডিসি ফটো

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র পাঁচদিন। বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর। কাতার বিশ্বকাপের উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তরুণ প্রজন্মের কাছে পছন্দের দলের জার্সি পরে বড় পর্দায় খেলা দেখার  জন্য প্রজেক্টর কেনা ও সংগ্রহের হিড়িক লেগেছে। এরইমধ্যে সেই বড় পর্দা ও প্রজেক্টর পেয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ।  

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ উদ্যোগী হয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় ১৬ ফিট দৈর্ঘ্য ও ৮ ফিট প্রস্থ এলইডি স্ক্রিন পেয়েছে। এই এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ দেখানো হবে। নিজ ক্যাম্পাসে বসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা উপভোগ করতে পারার  খবরটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। 

মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মুহিবুল ইসলাম রাফিত বলেন, ফুটবল বিশ্বকাপের মত এত বড় একটি আসরে সকলের সাথে খেলা দেখতে পারার একটা আলাদা অনুভূতি থাকে, আমরা কম বেশি সবাই চাই অনেকজন মিলে নিজের পছন্দের দলের খেলা দেখতে পারলে ভালো হত।  ব্যক্তিগত ভাবে আমার ইচ্ছা যেদিন আমার পছন্দের দল ব্রাজিলের খেলা থাকবে সেদিন করে টিএসসিতে গিয়ে বড় পর্দায় খেলা দেখে আসব।

আরও পড়ুন: দ্বিতীয় রাউন্ডেই বাদ আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ব্রাজিল: টিম ক্যাহিল

বড় প্রজেক্টর পাওয়ার বিষয়টি নিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, কিছুদিন পরই পুরো বিশ্ব মেতে উঠবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। সেই উন্মাদনা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। অধ্যক্ষ স্যারের অনুমতি নিয়ে আমরা তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ উদ্যোগী হয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। বিশ্ব কাপের এই উন্মাদনা সব শিক্ষার্থীরা এক সাথে বড় পর্দায় উপভোগ করতে পারবে এই প্রত্যাশা করছি।

এ বিষয়ে তিতুমীর কলেজ ফুটবল ক্লাবের সভাপতি এম কে হাসান সবুজ বলেন, "আমরা বাফুফেতেও  আবেদন করেছি প্রোজেক্টরের জন্য কিন্তু, সেখান থেকে প্রজেক্টর পাবো কিনা জানিনা। তবে, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ভাইয়ের হস্তক্ষেপে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছ থেকে ১৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ প্রজেক্টর পেয়েছি। আমরা সকলে মিলে ক্যাম্পাসে বসে খেলা উপভোগ করার জন্য মুখিয়ে আছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence