৬ দাবিতে বিএম কলেজ অধ্যক্ষ বারাবর স্মারকলিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১২:০১ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২২, ১২:০১ AM
৬ দফা দাবিতে বরিশালের সরকারি বি এম কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বি এম কলেজ শাখা।
সোমবার (১৪ নভেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বি এম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরকারি বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সাথে সাক্ষাৎ করে এই ৬ দফার স্মারকলিপি প্রদান করেন৷
আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিন হত্যার নেপথ্যে রায়হান গ্যাং
সাম্প্রতিক সময়ে হলগুলোতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ,কলেজ ক্যাফেটেরিয়া বন্ধ, চিকিৎসা কেন্দ্র বন্ধ ,বাকসু নির্বাচনসহ কলেজের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বি এম কলেজ শাখার নেতৃবৃন্দ ।
তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে কলেজ ক্যাফেটেরিয়া খুলে দেওয়া, অবিলম্বে ক্যাম্পাসে চিকিৎসা কেন্দ্র চালু করা, বাকসু নির্বাচন আয়োজন করা৷
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, হলগুলোতে বিভিন্নমতের শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা৷ অনতিবিলম্বে ঝুকিপূর্ণ হলগুলো পুনঃনির্মাণ করার ব্যবস্থা করা। কলেজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কলেজ মানচিত্র স্থাপন করা৷