ইবির মেধাতালিকা প্রকাশ কবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৯:২৪ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২২, ০৯:২৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাতালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির অনুমোদন সাপেক্ষে মেধাতালিকা প্রকাশ করা হবে।
বুধবার (২ নভেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।
আবেদনকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাতালিকা তৈরির কাজ চলছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মেধাতালিকা তৈরি হয়ে যাবে। এরপর সেটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির কাছে হস্তান্তর করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, আমাদের মেধাতালিকা তৈরির কাজ প্রায় শেষের দিকে। গুচ্ছ ভর্তি কমিটি নির্দেশনা পেলে আলাদাভাবে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হতে পারে। অনুমতি না পেলে মেধাতালিকা প্রস্তুত করে কালই জমা দেব। এরপর সেটি ৭ নভেম্বর জিএসটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।