ব্যক্তিগত ফেসবুক পেজ-আইডিতে বেরোবি লোগো-নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৯:২৫ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২২, ০৯:৩৮ PM
সাম্প্রতিক সময়ে অনলাইন প্লাটফর্মে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খুলেছেন। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্টে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে। অবিলম্বে এসকল পেজ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৩০ অক্টোবর) এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
আরও পড়ুন: পাবলিক পরিবহনে হাফ ভাড়া দিতে পারবেন জবি শিক্ষার্থীরা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব লোগো ব্যবহারের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বসাধারণ বিভ্রান্ত হচ্ছে। তাই বেরোবির লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে এখন থেকে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে সরাসরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সবশেষে উল্লেখ করা হয়, উপর্যুক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।