বেরোবিতে ৪ লাখেরও বেশি টাকার বিদ্যুৎ সাশ্রয় 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সুনাম কুড়িয়েছে রংপুরের স্বনামধন্য বিদ্যাপিঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। গত  দুই মাসে  মোট বিদ্যুৎ খরচ ২ লাখ ৭২ হাজার ৪২২ টাকা অর্থাৎ ২৭% এবং জ্বালানি খরচ ২০% সাশ্রয় হয়েছে । দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় তড়িৎ সেলের সহকারী প্রকৌশলী মো:আহসানুল হাবিব ।

তিনি  জানান,বিশ্ববিদ্যালয় থেকে গত জুলাই,আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট বিদ্যুৎ বিল যথাক্রমে ১০ লাখ ৪০ হাজার ৬৮৮, ৮ লাখ ৫৭ হাজার ৫৭৫, ৭ লাখ ৬৮  হাজার ২৬৬টাকা পরিশোধ করা হয়েছে । এই হিসাব অনুসারে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে মোট ১ লাখ ৮৩ হাজার ১১৩ টাকা অর্থাৎ ১৮%  এবং সেপ্টেম্বর মাসে মোট   ২ লাখ ৭২ হাজার ৪২২ টাকা বা ২৭ % বিদ্যুৎ খরচ সাশ্রয় হয় । অর্থাৎ গত দুই মাসে মোট চার লাখ ৫৫ হাজার ৫৩৫ টাকা সাশ্রয় হয়েছে। আশা করা যায় আগামী মাসে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে ।

গত ১৬ আগস্ট(মঙ্গলবার ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ঐ দিন সন্ধ্যায় উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে  একাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত  সভায় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক  জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও জানানো হয়,একাডেমিক কার্যক্রম যথারীতি চালু রাখার স্বার্থে শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে সকল ধরণের পরীক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে।

আজ ২০ অক্টোবর (বুধবার) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সম্পর্কে জানতে চাইলে পরিবহন পুলের পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ শতাংশ জ্বালানী সাশ্রয় করার লক্ষ্য নির্ধারণ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয় আগে সপ্তাহে ২ দিন বন্ধ ছিলো, আর বর্তমান সেটা ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত  নিয়েছি। সেক্ষেত্রে আমাদের ২০ শতাংশ জ্বালানি অটো সাশ্রয় হচ্ছে। আর আমাদের জ্বালানির ২০ শতাংশ টাকা ইউজিসি থেকে কেটে নেওয়া হয়েছে। সে টাকা আমাদের দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence