আ.লীগ সভাপতির কার্যালয়ে ইডেনের বহিষ্কৃতরা

আ.লীগ সভাপতির কার্যালয়ে ইডেনের বহিষ্কৃতরা
আ.লীগ সভাপতির কার্যালয়ে ইডেনের বহিষ্কৃতরা  © সংগৃহীত

আমরণ অনশনে অবস্থান নিতে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে দলীয় সভাপতির কার্যালয়ে পৌঁছান।

তবে বহিষ্কার হওয়া সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈসহ বেশ কয়েকজন নেত্রী কার্যালয়ে মূল ফটকে গেলে তাদেরকে প্রথমে বাধা দেওয়া হলেও পরে প্রবেশ করতে দেওয়া হয়। বাকিরা বাহিরেই অবস্থান করছেন।

তবে, কার্যালয়ে দলীয় নেতাদের তেমন কেউ না থাকায় কারও সঙ্গে কথা বলতে পারেননি তারা।

সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে করেন বহিষ্কৃতরা। এসময় তারা, বহিষ্কারাদেশ ভিত্তিহীন এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশনের দাবি জানান তারা।

আরও পড়ুন: ভিডিও দেখে বহিষ্কার করেছি, তদন্তের প্রয়োজন নাই : লেখক।

তারা বলেন, সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ২১ জন নেত্রী ছিলেন, কিন্তু ১২ জনকে কেন বহিষ্কার করা হলো? এতেই বুঝা যায় আমরা তাদের প্রতিহিংসার স্বীকার।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে ইডেনে। কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।েএর জেরে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ওই কমিটির ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।


সর্বশেষ সংবাদ