৪১তম বিসিএসের নন-ক্যাডারের ফল আজ

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪১তম বিসিএসে নন–ক্যাডারের ফল প্রকাশ করা হতে পারে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র আজ দুপুরে এ তথ্য জানিয়েছে। এর আগে পিএসসিতে পূর্ণ কমিশনের সভা শুরু হয়েছে। সভায় ৪৩তম বিসিএসের চূড়ান্ত ও ৪৪তম এর লিখিত পরীক্ষার ফল নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ৪১তম বিসিএসে নন–ক্যাডারের জন্য প্রায় ৯ হাজার প্রার্থী আবেদন করেছেন। গত ২৮ নভেম্বর আবেদন শেষ হয়। পিএসসি’র সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, ৪১তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৩ জনকে নিয়োগ সুপারিশ করা হবে। 

আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীদের পছন্দক্রম যাচাই-বাছাই করা হয়। এ প্রক্রিয়া শেষে ডিসেম্বরের মধ্যে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে এর আগে জানানো হয়েছি। ৪১তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগের অপেক্ষায় আছেন ৯ হাজার ৮২১ প্রার্থী।

আরো পড়ুন: পরীক্ষার্থীদের আশঙ্কা আপত্তি উপেক্ষা করে শুক্রবারেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

এর আগে গত ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ