সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি ছাড়লেন ২৭ সহকারী শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ১২ জুন ২০২৪, ১০:৩৮ PM
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ সহকারী শিক্ষককে চাকরি হতে অব্যাহতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী দুই শর্তে সম্প্রতি এই অব্যাহতি প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা ।
শর্তসমূহের মধ্যে রয়েছে- সরকারি কোন পাওনা ভবিষ্যতে উদঘাটিত হলে তারা তা পরিশোধ করতে বাধ্য থাকবেন এবং তাঁরা স্বেচ্ছায় চাকুরি হতে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চাকুরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনরূপ আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধাদি প্রাপ্য হবেন না।
চাকরি ছেড়ে দেয়া ২৭ সহকারী শিক্ষকের তালিকা দেখুন এখানে
জানা গেছে, অব্যাহতি প্রদান করা এসব শিক্ষকদের কারও অন্যত্র চাকরি হয়েছেন। আবার কেউ কেউ পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে এই অব্যাহতির আবেদন করেছেন বলে সোমবার (১০ জুন) এক অফিস আদেশে জানানো হয়েছে।