লটারির মাধ্যমে বদলি রাজউকের ১২১ কর্মচারী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)  © সংগৃহীত

১১টি পদের ১২১ কর্মচারীকে লটারি প্রক্রিয়ার মাধ্যমে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউক ভবনের সভাকক্ষে বদলির এ লটারি অনুষ্ঠিত হয়।

বদলি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতেই বদলি করতে লটারির এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নূরুল ইসলাম, মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ।

এর আগে গত ৭ আগস্ট রাজউক বিভিন্ন পদে যোগ দেওয়া ১৩০ কর্মকর্তা-কর্মচারী ও ৭ ফেব্রুয়ারি সার্ভেয়ার পদে ৩২ কর্মচারীকে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিভিন্ন দপ্তরে পদায়ন করে। 


সর্বশেষ সংবাদ