ভাতার দাবিতে রাস্তায় ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১১:৪৬ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ১১:৪৬ PM
ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে ফেনীতে কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা। সোমবার (০২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জিতু বনিক, তানজিলা তাজনানা লাবন্য, মোর্শেদা শাকিলা ও নাহিন মু. মেহতাজুল ইসলাম।
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী, ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের শেষ ছয় মাসের ইন্টার্নশিপে নিদিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও, বর্তমানে তারা কোনো ভাতা পান না।
বক্তারা বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের সর্বশেষে ৬ মাসের ইন্টার্নশিপে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও বর্তমানে কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছে না তারা। এই ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় এই আন্দোলন।