এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক রাশেদুল হাসান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ PM
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান। বৃহস্পতিবার তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে কাজে যোগ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রাশেদুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) হিসেবেও দায়িত্ব পালন করেন।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দেয়ার আগে রাশেদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রফেসর ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আরও পড়ুন: কুয়েটের সপ্তম উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন
রাশেদুল হাসান মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি ইন্ডিয়ান অ্যাকাডেমিক রিসার্স অ্যাসোসিয়েশনের ফেলো এবং বাংলাদেশ শাখার সভাপতি।
তিনি ১৯৯১ সালে মাইডাস-এ প্রোগ্রাম অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তারপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে (বিআইএম) অ্যাসোসিয়েট ম্যানেজমেন্ট কাউন্সিলর হিসেবে যোগ দেন এবং তিনি একজন সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর হন। বিআইএম-এর সঙ্গে থাকাকালীন তিনি প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক (পরিকল্পনা), দ্বিতীয় সচিব এবং মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব হিসেবে কাজ করেন।