চীনে উচ্চশিক্ষা নিতে যাওয়ার ক্ষেত্রে ভারতকে টক্কর দিচ্ছে বাংলাদেশ

চীনে বাংলাদেশী শিক্ষার্থী
চীনে বাংলাদেশী শিক্ষার্থী  © ফাইল ফটো

চীনে উচ্চ শিক্ষা নিতে যাওয়া বিদেশী ছাত্র ছাত্রীর সংখ্যা এখন সাড়ে ৫ লাখের মত আর এর মধ্যে প্রায় ১১ হাজার বাংলাদেশি। সংখ্যার হিসেবে চীনে  বিদেশী ছাত্র ছাত্রীদের অবস্থানের নিরিখে বাংলাদেশের স্থান এখন দ্বাদশ, যা ভারতের সঙ্গে টক্কর দেওয়ার মত অবস্থায়। ভর্তির সহজ সুযোগ, স্কলারশিপ এবং শিক্ষা শেষে চাকরির সুযোগ বাংলাদেশের ছাত্র ছাত্রীদের চীনে যেতে উদীপ্ত করছে। 

চীনে বর্তমানে দক্ষিণ কোরিয়ার ছাত্র ছাত্রী আছে সর্বোচ্চ - ৫০ হাজার। এছাড়াও পাকিস্তানী, ভারতীয়, মার্কিন ও রাশিয়ান ছাত্র ছাত্রীরাও আছে। চীনের রোড আন্ড বেল্ট প্রকল্পের পাশে যে সব দেশের অবস্থান সেখান থেকে ৫৪ শতাংশ ছাত্র ছাত্রী এসেছে বলে অনলাইন পরিসংখ্যান সংস্থা ইন্সটা জানিয়েছে।

বাংলাদেশি গবেষক তাহেরা তমার মতে, চীনে পড়াশোনা করলে স্নাতক স্তরে ১০ হাজার, মাস্টার্স স্তরে ২০ হাজার ও পি এইচ ডি স্তরে ৩০ হাজার টাকা সাশ্রয় হয়। সেটাও আকর্ষণের কারণ। চীনে আগে পড়ুয়া বিদেশিদের চাকরির অনুমতি ছিল না।
এখন তারা সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারে। ফলে রেঁস্তোরা, বার ইত্যাদি জায়গায় পার্টটাইম চাকরি করে ছাত্র ছাত্রীরা নিজেদের পড়ার খরচ তুলে নিচ্ছে। এটাও বাড়তি সুবিধা। পড়াশোনার পর চাকরির দুনিয়ার চাবিকাঠি পাওয়ার সম্ভাবনার সুযোগ অনেক বেশি। তাই, বাংলাদেশিরা বেশি সংখ্যায় চীনে পড়তে আসছে।


সর্বশেষ সংবাদ