শীতার্তদের পাশে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা
মাঘের শীতে কাঁপছে দেশ। এতেই কষ্ট বেড়েছে ছিন্নমূল ও হতদরিদ্রের। অসহায় এসব মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘবের চেষ্টা করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: মার্চ-এপ্রিলে কমবে সংক্রমণ, সর্দিই মূল কারণ: ড. বিজন
আজ শনিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন নবীনগরে ৫০টি কম্বল বিতরণ করেন তারা। এছাড়াও নিজেদের অর্থায়নে বিগত দুই সপ্তাহ যাবত পল্লিবিদ্যুৎ, বাইপাইল, সাভার সহ বিভিন্ন জায়গায় প্রায় ৩০০ কম্বল বিতরণ করে অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এ বিষয়ে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী মো. সাইফুর রহমান রানা বলেন, আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আগামীতেও এভাবে অসহায়দের সহায়তায় সকলে একযোগে এগিয়ে আসবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন: চিকিৎসক হতে এসে শিক্ষাজীবন অনিশ্চিত ৫৮ বিদেশি মেডিকেল শিক্ষার্থীর
ক্ষুদ্র পরিসরে হলেও শীতার্তদের জন্য সহায়তার হাত বাড়াতে পেরে খুশি অনুষদের অন্যান্য শিক্ষার্থীরা। তারা জানান, বিত্তবানরা এগিয়ে আসলে তাদের কষ্ট লাঘব সহজ হয়। সকলের প্রচেষ্টায় আগামীতেও শীতার্তদের পাশে থাকবে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সাভারের অদূরে গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালের মে মাসে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের যাত্রা শুরু হয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ফ্রি ভেটেরিনারি ক্যাম্পসহ স্বেচ্ছাসেবক মূলক কার্যক্রমে অংশ নিয়ে আসছে। এবারই প্রথম সমাজের সুবিধা বঞ্চিত অসহায়দের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে তারা।