মৌলভীবাজারে শীতার্তদের মাঝে বৃন্তের ২০০ কম্বল বিতরণ

চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করছে গণ বিশ্ববিদ্যালয়ের সমাজসেবামূলক সংগঠন বৃন্ত।
চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করছে গণ বিশ্ববিদ্যালয়ের সমাজসেবামূলক সংগঠন বৃন্ত।  © সংগৃহীত

শীতার্তদের পাশে দাঁড়ায়, মানবতার হাত বাড়ায় স্লোগানে অসহায়, হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সমাজসেবামূলক সংগঠন বৃন্ত। রবিবার, (১৬ জানুয়ারি) সকালে সিলেট জেলার মৌলভীবাজারের অমরাইল চা বাগানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২০০ কম্বল বিতরন করেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: ওমিক্রনে ক্লাস-পরীক্ষা চালু রাখতে জবির নির্দেশনা জারি

এ সময় উপস্থিত ছিলেন বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল হোসেন এবং হাসিবুল হাসান ইমু ও মাকসুদুর রহমান নামক সংগঠনের আরও দুইজন সদস্য।

এ বিষয়ে বৃন্তের সভাপতি নাজমুল হোসেন বলেন, একটি হাসি মুখের জন্য স্লোগান নিয়ে বৃন্তের জন্ম। সে হিসেবে সমাজের অসহায় লোকদের মুখে হাসি ফুটাতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। করোনার কারণে বিশ্ববিদ্যালয় সেভাবে চালু না থাকায় কার্যক্রমে কিছুটা বেগ পেতে হয়েছে। তারপরও আমরা থমকে দাঁড়াইনি। সবাইকে আহ্বান করবো তারা যেন আত্নমানবতার সেবায় যেকোন মুহুর্তে এগিয়ে আসতে দ্বিধাবোধ না করেন।

উল্লেখ্য, শুরুতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন হিসেবে বৃন্তের প্রতিষ্ঠা হলেও বর্তমানে শীতবস্ত্র সহ নানা সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে গবির এ সংগঠনটি।


সর্বশেষ সংবাদ