গবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন

অধ্যাপক ড. মো. আবুল হোসেন
অধ্যাপক ড. মো. আবুল হোসেন  © ফাইল ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। আগামী চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এই পদে নিয়োগ দেন। 

আরও পড়ুন: ৮ মাসে ২৮টি গবেষণায় সফল গবি 

সোমবার (১৩ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ৩৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে ৪ বছর মেয়াদে গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন।

আরও পড়ুন: ২০ বছর পর জানা গেল গবি রেজিস্ট্রার এইচএসসি পাস

এছাড়া এ পদে সংশ্লিষ্ট অনান্য সুবিধাও গ্রহণ করবেন। এতে আরো বলা হয়, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

 


সর্বশেষ সংবাদ