বিএসপি ইউএ ২০২১-২২ অর্থবছরের বাজেট শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- আইআইইউসি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৯:০০ AM , আপডেট: ২৮ জুন ২০২১, ০৯:০০ AM
বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি এক্যাডেমিকস (বিএসপি ইউএ) কর্তৃক আয়োজিত ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের উপর এক অনলাইন সেমিনার আজ রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিলো: "ন্যাশনাল বাজেট ২০২১-২২ ডিউরিং প্যানডেমিক: এন এডুকেশন পার্সপেক্টিভ"।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ডঃ মো. সাজ্জাদ হোসেন। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এতে কী নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন এসোসিয়েট প্রফেসর এন্ড এসোসিয়েট ডীন ড. মোহাম্মদ রাকিবুল কবির, স্কুল অব বিজনেস, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডু) এবং স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ সিএসই, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব) এবং ভাইস প্রেসিডেন্ট, বিএসপিইউএ।
উক্ত প্রোগামে সভাপতিত্ব করেন বিএসপিইউএ এর সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড: মোহাম্মদ মামুন হাবিব, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইউবি) এবং ভাইস প্রেসিডেন্ট (রিচার্স এন্ড ইনভেশন্স), বিএসপিইউএ।
এছাড়া, অন্যান্য আলোচকদের মধ্যে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর এসোসিয়েট প্রফেসর ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ (জেনারেল সেক্রেটারি, বিএসপিইউএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড: সেলিম উদ্দিন এফসিএমএ (চেয়ারম্যান, বিএইচবিএফসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড: হেলাল উদ্দিন (ডিরেক্টর, সিরডাপ)।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বর্তমান যুব সমাজকে আইটি খাতে দক্ষ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পৌত্র জনাব সজিব ওয়াজেদ জয় নানানভাবে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্ল্যাটফর্ম তৈরিতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করেছেন।
শিক্ষা, শিল্প, সংস্কৃতি সবদিক থেকে বর্তমানে এদেশ অন্যান্য দেশের তুলনায় এগিয়ে গিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে মানবতার নজর স্থাপন করেছেন। সবশেষে তিনি বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি এক্যাডেমিকস (বিএসপি ইউএ) এদেশের বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।
অত্র প্রোগ্রামটি সার্বিকভাবে সঞ্চলনা করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. আব্দুল্লাহ আল মামুন (জয়েন্ট সেক্রেটারি, বিএসপিইউএ)।