১৫% কর প্রত্যাহারসহ ৬ দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাবেশ

‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি
‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১১ জুন) রাজধানীর সোবহানবাগস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তাদের ৬ দফা দাবিগুলো হচ্ছে, প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর বাতিল, আয়-ব্যয় হিসাব ইউজিসিকে খতিয়ে দেখা, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন, অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রণোদনা দেওয়া।

সমাবেশ বক্তারা বলেন, ২০১৫ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সংকট নিরসন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও ছাত্র স্বার্থ রক্ষার লক্ষে ‘নো ভ্যাট অন এডুকেশন’ প্লাটফর্মটি গঠন করেছিলো শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাখ্যান করছি।

তাদের অভিযোগ, ২০১৫ সালে সরাসরি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের কথা বলা হয়েছিলো। এবারও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে করের টাকা আদায়ের পায়তারা চালানো হচ্ছে। যা শিক্ষাকে পণ্যে রূপান্তর করার নীলনকশা।

‘নো ভ্যাট অন এডুকেশন’র সংগঠক মুক্ত রেদোয়ানের সভাপতিত্বে ও সংগঠক শাওন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২০১৫ সালের ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সোহান তাসনিমা, সংগঠক শাহরিয়ার অপূর্ব, মো. রাকিব হাসান সুজন, প্রিতম ফকির, সালমান রাহাতসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ