ইউআইটিএস ক্যাম্পাসে সরস্বতী পূজা উদযাপন

  © ফাইল ফটো

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) পূজা উদযাপন কমিটির উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে সরস্বতী পূজা ১৪২৬ (২০২০ খ্রি.) উদযাপন করা হয়। হিন্দুধর্মীয় এ উৎসবে সকল ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ ছিল দৃষ্টিনন্দিত।

এবার পূজা উদযাপনের আহ্বায়ক ছিলেন ইউআইটিএস-এর ইংরেজি বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর শুভ দাস। এছাড়া পূজা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তারিকুল ইসলাম।

ইউআইটিএস কালচারাল ক্লাব পূজা উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সিরাজ উদ্দীন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আল-ইমতিয়াজ এবং ইউআইটিএস-এর জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক।

সর্বোপরি, শিমুল, নিপা, সুমন, পুষ্পেন্দু, অনন্তা, সুদীপ, শান্ত-সহ অসংখ্য শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও অক্লান্ত পরিশ্রমে এবারের সরস্বতী পূজা অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ