সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিং
তৃতীয়বারের মতো দেশসেরা বিজিসি ট্রাস্ট, টপ-টেনে নেই বুয়েট-নর্থ সাউথ— বিস্ময় ইউজিসির
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ১২:৪৫ AM

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন-২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করেছে। এতে তৃতীয়বারের মত দেশসেরা হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গড়ে ওঠা প্রতিষ্ঠান বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের অন্যান্য র্যাংকিংগুলো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা বুয়েট, নর্থ সাউথের মত প্রতিষ্ঠানগুলো শীর্ষ স্থানে থাকলেও টপে নেই সদ্য প্রকাশিত এই র্যাংকিংয়ে। স্বভাবতই বিষয়টি নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট মহলে প্রশ্ন তৈরি হয়েছে। বিস্ময় প্রকাশ করেছে তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তথা ইউজিসি।
জানতে চাইলে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোন কোন ক্রাইটেরিয়া মেনে র্যাংকিং তৈরি করা হয়েছে, সেটি জানতে হবে। যে সব ইন্ডিকেটর মেনে র্যাংকিং তৈরি করা হয়, সিমাগোর ক্ষেত্রে সেটি মানা হয়েছে কি না তা-ও আমাদের খতিয়ে দেখা দরকার।’
ইউজিসির এ সদস্য জানান, ক্যাম্পাস, পড়ালেখার মান, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী সবকিছু বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথ ইউনিভার্সিটিকেই দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী-অভিভাবকদের সবকিছু যাচাই করে ভর্তি হতে হবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিষয়টি তারা খতিয়ে দেখবেন।
নেটিজেনরা বলছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি ছাড়াও সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকমানের। এ বিশ্ববিদ্যালয়গুলো টাইমস হায়ার, কিউএস র্যাংকিংয়ে সব সময় দেশসেরা অবস্থান ধরে রেখেছে। সেখানে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় কীভাবে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয় সেটি তাদের বোধগম্য নয়।
এদিকে সিমাগো র্যাংকিংয়ে বিজিসি ট্রাস্ট ও সিলেট কৃষি ইউনিভার্সিটির দেশসেরা হওয়া নিয়ে হাস্যরসের তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা বলছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি ছাড়াও সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকমানের। এ বিশ্ববিদ্যালয়গুলো টাইমস হায়ার, কিউএস র্যাংকিংয়ে সব সময় দেশসেরা অবস্থান ধরে রেখেছে। সেখানে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় কীভাবে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয় সেটি তাদের বোধগম্য নয়।
হাসিবুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘ঢাবি, বুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক— দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে এগুলোকেই চিনি। ভালো মানের র্যাংকিং তৈরিকারী প্রতিষ্ঠানগুলোও এ বিশ্ববিদ্যালয়গুলোকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেখানে সিলেটের দুুটি বিশ্ববিদ্যালয় কীভাবে দেশসেরা হয়? নিশ্চিতভাবে এই র্যাংকিং বানানো অথবা ভুয়া।’
ইফতেখার নামে আরেক ব্যবহারকারী জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তৈরিকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল। সিমাগোর এই র্যাংকিং সেই প্রশ্নকে আরও পাকাপোক্ত করেছে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কোনো ভাবেই দেশের সেরা বিশ্ববিদ্যালয় হতে পারে না।’
সিমাগো চলতি বছরের র্যাংকিংয়ে স্থান পাওয়া দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা হওয়া চট্টগ্রামের বেসরকারি ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’ গত দুই বছরের র্যাংকিংয়েও প্রথম স্থান অর্জন করেছিল। দ্বিতীয় অবস্থানে থাকা পাবলিক প্রতিষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গতবছরও দ্বিতীয় অবস্থানে ছিল। তৃতীয় সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। গতবছরের র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল পঞ্চম।
র্যাংকিংয়ের পর পর তিনবার প্রথম হওয়ার বিষয়ে জানতে চাইলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ. এফ. এম. আওরঙ্গজেব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'এটা একটা আন্তর্জাতিক সংস্থা। তারা ইউনিভার্সিটিগুলোর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে। এরপর বিভিন্ন ক্রায়টেরিয়া অনুযায়ী নম্বর দেয়। এরপর র্যাংকিং প্রকাশ করে থাকে। আমরা হয়তো তাদের ক্রায়টেরিয়াগুলো পূরণ করেছি, সেজন্য র্যাংকিংয়ে প্রথম হয়েছি।'
ঢাবি-বুয়েট-নর্থ সাউথের মতো ইউনিভার্সিটিকে পেছনে ফেলে টানা তিনবার কীভাবে আপনারা প্রথম হলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'র্যাংকিং তৈরিতে আমাদের কোনো হাত নেই। বিষয়টি সিমাগো ভালো বলতে পারবে। আপনারা প্রশ্নটি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন।'
শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি।
আরো পড়ুন: এমসি কলেজে তালামীয নেতার ওপর হামলায় রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি
জানা গেছে, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতিবছরের মার্চ মাস মাসে এই র্যাংকিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করে আসছে।
মূলত গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র্যাংকিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।
সিমাগো র্যাংকিংয়ে দেশের সেরা ১৫ বিশ্ববিদ্যালয়
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।