এনএসইউতে সিভিল ফেস্ট ২০২৫ উদযাপিত

সিভিল ফেস্ট ২০২৫
সিভিল ফেস্ট ২০২৫  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (DCEE) বিভাগের উদ্যোগে ‘সিভিল ফেস্ট ২০২৫’ উদযাপিত হয়েছে।

আজ রবিবার (২ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ ফেব্রুয়ারি এ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

ফ্ল্যাশ মব ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপউপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।

১ম দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘মেকানিকস ম্যানিয়া’। এতে ইউআইটিএস (UITS), ডিআইইউ (DIU), বুয়েটসহ (BUET) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন।

আরেকটি জনপ্রিয় প্রতিযোগিতা ছিল- ‘বাজার মাস্টার’। এতে অংশগ্রহণকারীরা নিজেদের দ্রুত চিন্তাশক্তি ও জ্ঞান প্রদর্শনের সুযোগ পান। প্রাথমিক পর্ব শেষে শীর্ষ ১২ প্রতিযোগী ফাইনাল বাজার রাউন্ডে উত্তীর্ণ হয়ে জমজমাট এক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

একইভাবে, ‘ব্যাটল অব ব্রেইনস’ প্রতিযোগিতায় রাজউক উত্তরা মডেল কলেজ, প্লেপেন, ঢাকা ইম্পেরিয়াল কলেজসহ অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেধার লড়াইয়ে অংশ নেন।

২য় দিনের (২৭ ফেব্রুয়ারি) আয়োজনের মধ্যে ছিল পোস্টার ও প্রকল্প উপস্থাপনা।

এদিন, সকালে বিএসআরএম (BSRM) আয়োজিত সেমিনারে বিভাগের ১২ বছরের পথচলার ওপর ভিত্তি করে প্রকাশিত স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে বিভাগের সাফল্য ও অর্জনগুলো তুলে ধরা হয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. শামীম উজ জামান বসুনিয়া এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ। এসময় বিজয়ীদের হাতে তাদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনের শেষ অংশে ‘Curing’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ হয়। এরপর সংগীতশিল্পী মিনার রহমানের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সিভিল ফেস্টের সমাপ্তি হয়।


সর্বশেষ সংবাদ