নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আসছে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ PM
নতুন করে আরো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাচ্ছে। প্রস্তাবিত নতুন এই উচ্চশিক্ষালয়টির নাম হবে সৃজনী বিশ্ববিদ্যালয়। ১১৭ তম বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদনের জন্য গত শুক্রবার (৩ জানুয়ারি) উচ্চিশিক্ষালয়টির ক্যাম্পাস পরিদর্শনে যায় তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ঝিনাইদহ জেলায় প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে ইউজিসির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ বিষয়ে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে উচ্চশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে সৃজনী বিশ্ববিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়।’
পরিদর্শনের সময় ইউজিসি প্রতিনিধি দল প্রস্তাবিত এই উচ্চশিক্ষালয়টির বিওটি’র সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পরিদর্শনকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, প্রস্তাবিত উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টারের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।