দেশসেরা টেক-বিজ ইভেন্ট মাইন্ড স্পার্কস-২৪ অনুষ্ঠিত

  © সংগৃহীত

আহছানউল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ান ব্যাংক প্রেজেন্টস মাইন্ড স্পার্কস-২০২৪। সাতটি সেগমেন্টের সমন্বয়ে ১২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মনজুর মফিজ।  

অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানউল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো.আশরাফুল হক। এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ারের এ্যাডভাইজর প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, ট্রেজারারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, ফ্রাঙ্কলিং ফ্লোরটেকের ডেপুটি ডিরেক্টর রেদোয়ান আহমেদ চৌধুরী, গ্লোবাল ব্রান্ড পিএলসির প্রোডাক্ট ম্যানেজার রবি শংকর দত্ত, টেক-স্ট্রেইট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো.গোলাম মোস্তফা প্রমুখ। 

অনুষ্ঠানে ৭টি সেগমেন্ট থেকে সর্বোচ্চ বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে আহসানউল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আহসানউল্লাহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল হক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো বহুল প্রচারিত অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস।


সর্বশেষ সংবাদ