গবেষণানির্ভর পাঠদানে প্রতিশ্রুতিবদ্ধ ইউআইইউ’র ইংরেজি বিভাগ
- খাঁন মুহাম্মদ মামুন
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০১ PM
ভাষাবিজ্ঞানের পাশাপাশি সাহিত্যের সমন্বয় এবং সময়ের সঙ্গে এগিয়ে থাকার নানা আয়োজন নিয়ে বর্তমানে পরিচালিত হচ্ছে দেশের ইংরেজি বিষয়ের পড়াশোনা। বর্তমানে বাংলাদেশের সরকারি-বেসরকারি উচ্চশিক্ষালয়গুলোয় এখন যুক্ত হয়েছে বিষয়টির নানা গবেষণাগত দিকও। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করছে ইংরেজি সাহিত্যে। সদ্য যাত্রা শুরু করা এ বিভাগে শিক্ষার্থীদের জন্য স্নাতকে রয়েছে সময়োপযোগী পাঠসূচির নানা আয়োজন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের জন্য হালনাগাদ সিলেবাসে সাহিত্যের নানা বিষয়ের পাশাপাশি থাকছে সমালোচনামূলক নানা তত্ত্ব এবং ফলিত ভাষাতত্ত্ব। গবেষণার দিকনির্দেশনার পাশাপাশি শিক্ষার্থীরা এখানে হাতে-কলমে শিক্ষার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এটি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিকে আরও বেশি প্রসারিত করতে সহায়তা করবে।
শিক্ষার্থীদের ইংরেজি ভাষা এবং সাহিত্যে আরও দক্ষ করে গড়ে তুলতে ইউআইইউ’র ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য জোর দেওয়া হয়েছে ফলিত ভাষাবিজ্ঞান এবং ইংরেজি সাহিত্য অধ্যয়নে। এছাড়াও ইংরেজির মৌলিক জানাশোনার জন্য বিভাগটির অধীনে দু’টি সাধারণ কোর্স, যা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও বাধ্যতামূলকভাবে করতে হয়। এছাড়াও এখানে শিক্ষার্থীদের জন্য নানা বিষয়ে গবেষণার সুযোগও এগিয়ে রাখবে শিক্ষার্থীদের।
পড়াশোনার মানসম্মত পরিবেশের পাশাপাশি ইউআইইউতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পড়াশোনার বিষয়গুলো আরও বেশি উপলব্ধি করার সুযোগ পাবেন গবেষণা এবং উদ্ভাবনী নানা কাজে। এছাড়াও এখানকার ইন্ড্রাস্ট্রি এবং একাডেমিয়ার কোলাবরেশনে নানা আয়োজন সবসময়ই এগিয়ে রাখবে ইউআইইউ’র ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের। প্রচলিত সব ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপ সুবিধাও রয়েছে উচ্চশিক্ষালয়টিতে।
‘এখানে হাতে-কলমে শেখার অবারিত সুযোগ ও প্রেরণা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে। তাদের মতে—এখানকার বাস্তবমুখী শিখন কাঠামো তাদেরকে আরও বেশি দক্ষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে। এখানে যা শেখানো হচ্ছে, তা আমাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। পাশাপাশি এখানে সহশিক্ষারও নানা ধরনের সুযোগ রয়েছে। যা আমাদের ইন্ড্রাস্ট্রির নানা বাস্তব বিষয়গুলো শেখাতে সহায়তা করছে’—দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান ইউআইইউ’র ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা সুমি এবং সৈয়দ রুবায়েত আহমেদ।
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পড়াশোনা শেষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন ক্রিস্টিন গাজুন। ইউআইইউ যোগদান করতে পেরে আনন্দিত জানিয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখানে আমার পেশাগত এবং শিক্ষকতার পথচলা শুরু করেত পেরে ভালো লাগছে। আমি আমার অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কাজ চাই।
এখানকার শিক্ষার্থীরা শেখার প্রতি আগ্রহী জানিয়ে ক্রিস্টিন বলেন, আমি তাদের উৎসাহ দেখে আনন্দিত। আমি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বাস্তধর্মী বিষয়গুলো শেখানোর চেষ্টা করছি, যা তাদের পরবর্তী জীবনে কাজে দেবে। সেজন্য তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইউআইইউ’র ইংরেজি বিভাগে ভর্তির আহ্বান জানান। এছাড়াও শিক্ষার্থীদের শিখন-পাঠনের পাশাপাশি গবেষণায় উৎসাহী করতে কাজ করছেন বলেও জানিয়েছেন এই শিক্ষক।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. কামরুল হাসান। সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে গুণী এই শিক্ষক বলেন, ইউআইইউ’র ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের জন্য শেখার সব ধরনের আয়োজন রয়েছে। পাশাপশি আমরা এখানে শিক্ষার্থীদের জন্য হালনাগাদ সিলেবাস এবং দেশ-বিদেশের সেরা শিক্ষকদের রেখেছি—ফলে শিক্ষার্থীরা এ বিভাগ থেকে অনেক বেশি কিছু শেখার সুযোগ পেতে পারেন।
অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, আমরা শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর চেষ্টা করছি। সেজন্য এখানে নানা ধরনের আয়োজন রয়েছে। দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে—আমরা তাদের সাথে একসাথে কাজ করছি। এখানে শিখনভিত্তিক সব ধরনের আয়োজন রয়েছে—যাতে আমাদের শিক্ষার্থীরা সম্পূর্ন কর্ম উপযোগী হয়ে গড়ে উঠতে পারেন।