শহিদ শিক্ষার্থীদের স্মরণে ঢাকা ইমপিরিয়াল কলেজে স্মরণসভা ও সাংস্কৃতিক আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ PM
জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ শিক্ষার্থী মো. জিল্লুর শেখ ও সৈয়দ নাজমুল আহসানসহ অন্যান্য শহিদদের স্মরণে ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (০৯ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. এস. এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ মো. জিল্লুর শেখ-এর পিতা মো. হাসান শেখ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা, শিক্ষক প্রতিনিধি রৌশন আরা আক্তার এবং ক্লাব মডারেটর মো. ফয়সাল বার্ক। বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাহসিকতা ও অবদানের প্রশংসা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কলেজের সামনের সড়কটি শহিদ মো. জিল্লুর শেখ-এর নামে নামকরণের ফলক উন্মোচন করেন। এই উদ্যোগ শহিদদের স্মৃতি অম্লান রাখার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের সাংস্কৃতিক ক্লাব “নন্দন কানন” এর শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
এই আয়োজন শহিদদের স্মরণে এক আবেগঘন পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থী ও অতিথিরা একত্রিত হয়ে তাঁদের ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।