নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুইদিনব্যাপী' নেটওয়ার্কিং কনফারেন্স' শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ PM
বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) 'নবম সিজেন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স' শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে দু'দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা'র প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
এবারের সম্মেলনের স্লোগান করা হয়েছে 'ব্রেকিং বাউন্ডারিস: জেন-জি, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউ জার্নালিজম এডুকেশন এপ্রোচেস'। জার্মানভিত্তিক মিডিয়া ইন্সটিটিউট ডয়েচে ভেলে একাডেমিয়া, জার্মান কর্পোরেশন, সিজেন বাংলাদেশ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে)-প্রোগ্রামের যৌথ আয়োজনে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সিন্ডিকেল হলে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: টিডিসি
দু'দিনব্যাপী এ সম্মেলনে দেশের শীর্ষ সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করছেন, যারা গণমাধ্যমের সাথে জড়িত রয়েছেন। তারা গণমাধ্যম এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরবেন।
উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগামের সহযোগী অধ্যাপক এবং সম্মেলনের কনভেনর ড. তৌফিক ই-এলাহী। এতে নিবন্ধ উপস্থাপন করেন ডয়েচে ভেলে একাডেমিয়া'র ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ড. জুড ডব্লুভিইউ. আর. জেনিলো।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ননেন্স'র পরিচালক অধ্যাপক ড. শেখ তৌফিক এম হক, এনএসইউ'র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম।
কনফারেন্সে অংশ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা । ছবি: টিডিসি
উদ্বোধনী পর্বে অনলাইনে যুক্ত হন ডয়েচে ভেলে একাডেমিয়া'র ম্যানেজিং ডিরেক্টর কার্স্টেন ভন নাহমেন। এ পর্বে সভাপতিত্ব করেন এনএসইউ'র প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুর রব খান এবং এ পর্বে ভোট অব থ্যাংকস প্রদান করেন এনএসইউ পিএসএস'র চেয়ার ড. রিজওয়ান খায়ের।