এসইউবিতে দ্বিতীয় আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) গত ৬ নভেম্বর ‘আরটি ডক: দ্য টাইম অফ আওয়ার হিরোস’ দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ান হাউস ইন ঢাকা এবং আরটি ডকুমেন্টারি টিভি চ্যানেলের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশেষ করে সাংবাদিকতা, যোগাযোগ এবং মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ১০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে জেসিএমএস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. শামসুল ইসলাম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক মি. পাভেল দভয়চেনকভ এবং আরটি ডকুমেন্টারি রাশিয়ার ডেপুটি চিফ এডিটর ও মাস্টার ক্লাস ট্রেইনার মিস একাতেরিনা শুবনয়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি. মোহাম্মদ বায়েজিদ খান, প্রভাষক, জেসিএমএস বিভাগ।
‘আরটি ডক: দ্য টাইম অব আওয়ার হিরোস’ ফেস্টিভাল ইতোমধ্যেই ১৬টি দেশ জুড়ে অনুষ্ঠিত হয়েছে এবং এখন বাংলাদেশের জনগণের জন্য এটি অংশগ্রহণের সুযোগ নিয়ে এসেছে। ফেস্টিভালের প্রোগ্রামটি শুরু হয় ‘ডনবাস: ইয়েস্টারডে, টুডে, টুমরো’ ডকুমেন্টারি ফিল্ম দিয়ে, যেটি পরিচালনা করেছেন তাতিয়ানা বোর্শ, এছাড়াও ‘ইয়াং গার্ড ২.০’ এবং ‘সেন্ট বেসিলস ক্যাথেড্রাল’, যেগুলি পরিচালনা করেছেন একাতেরিনা কিতাইত্সেভা এবং দিমিত্রি ক্রুস্তালিওভ। প্রদর্শনের পর, দর্শকদের কাছে আরটি ডক এর এডিটর একাতেরিনা শুবনয়ার কাছে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ ছিল, যা একটি বিস্তৃত আলোচনার অংশে পরিণত হয়।
এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল মিস শুবনয়ার পরিচালনায় ডকুমেন্টারি প্রোডাকশন বিষয়ে মাস্টার ক্লাস। শিক্ষার্থীরা এই ক্লাসে ডকুমেন্টারি নির্মাণের কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। দিন শেষে মাস্টার ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মুহূর্ত তৈরি করে।
এছাড়া, রাশিয়ান হাউস ইন ঢাকা ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। জেসিএমএস বিভাগের শিক্ষার্থীরা আরটি ডকুমেন্টারিতে তাদের নির্মিত চলচ্চিত্র/ডকুমেন্টারি জমা দিয়ে রাশিয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে রাশিয়ান সরকারের ব্যয়ে অংশগ্রহণ করতে পারবে। এই সহায়তা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে শেখার নতুন সুযোগ তৈরি করবে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর রাশিয়ান হাউস ইন ঢাকা এবং আরটি ডকুমেন্টারি এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।